১০০০ টাকার মধ্যে বিমান ভ্রমণ! টিবিটি টিবিটি আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮ | আপডেট: ১১:৩৫:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮ ১০০০ টাকারও কমে বিমান ভ্রমণ! বিষয়টি অবাক করার মতো হলেও এমন সুযোগ দিচ্ছে এয়ার এশিয়া। তবে এ সুযোগ থাকবে শুধুমাত্র অভ্যন্তরীণ সেবার ক্ষেত্রে।তবে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে কম খরচে বিমান ভ্রমণের সুযোগ থাকছে। এয়ার এশিয়ার যে কোনো বিমানের টিকিটে এ ছাড় পাওয়া যাবে।রোববার রাত থেকে এ অফার শুরু হচ্ছে ভারতে। আগামী বছরে ফেব্রুয়ারি মাসের ১৯ থেকে নভেম্বরের ২৬ তারিখের মধ্যে এ টিকিটে ভ্রমণ করা যাবে।‘বিগ সেল প্রমোশনে’ আন্তর্জাতিক বিমান টিকিটের (ওয়ানওয়ে) দাম শুরু হচ্ছে মাত্র ১৩৯৯ টাকায়। অন্যদিকে, অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট থাকছে ৯৯৯ টাকায়। আরও পড়ুন বিজেপিকে আটকাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় : ব্রাত্য বসু জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করল ইকুয়েডর