১০০ বছরের রেকর্ড ভাঙ্গলেন জেসন হোল্ডার টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৮ | আপডেট: ৮:১১:অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৮ ইতিমধ্যে ভারতের কাছে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দুটি টেস্টই তারা তিন দিনে হেরেছে। রাজকোটে প্রথম টেস্ট খেলেননি অধিনায়ক জেসন হোল্ডার।তবে হায়দরাবাদে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত অল-রাউন্ড পারফর্মেন্সে দেখিয়েছেন তিনি। একাই ৫ উইকেট নিয়ে ভারতকে গুঁড়িয়ে দিয়েছেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় হেরে বসেছে তার দল।হায়দরাবাদ টেস্টেই টেস্ট ক্রিকেট ইতিহাসে ১শ বছরের মধ্যে সেরা বোলিং গড়ের বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। এক বছরে অন্তত ৩০ উইকেট শিকারীর গড়ের তালিকায় এ রেকর্ড গড়েন তিনি। চলতি বছর ৬ ম্যাচে ১১.৮৭ গড়ে ৩৩ উইকেট নেন হোল্ডার।এতদিন এই রেকর্ড ধরে রেখেছিলেন পাকিস্তানের শোয়েব আকতার। ২০০৩ সালে ১২.৩৬ গড়ে ৩০ উইকেট নিয়েছিলেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ খ্যাত সাবেক এই গতিদানব। উল্লেখ্য, হায়দরাবাদ টেস্টে ২৩ ওভার বল করে ৫ মেডেনসহ মাত্র ৫৬ রান দিয়ে হোল্ডার নিয়েছেন ৫ উইকেট। ইকনোমি রেট মাত্র ২.৪৩। এবার চোখ বুলিয়ে নেওয়া যাক পরিসংখ্যানে :সেরা বোলিং গড় সর্বশেষ ১০০ বছরের (অন্তত ৩০ উইকেট)খেলোয়াড়বছরউইকেটগড়জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)২০১৮৩৩১১.৮৭শোয়েব আকতার (পাকিস্তান)২০০৩৩০১২.৩৬রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড)১৯৮৪৩৫১৩.২০ইমরান খান (পাকিস্তান)১৯৮২৬২১৩.২৯ইমরান খান (পাকিস্তান)১৯৮৬৩৩১৪.২১ওয়াকার ইউনিস (পাকিস্তান)১৯৯৩৫৫১৫.২৩গ্লেন ম্যাকগ্রা (পাকিস্তান)২০০০৩৯১৫.৫৮খান মোহাম্মদ (পাকিস্তান)১৯৫৫৩৫১৫.৮৫কর্টলি অ্যামব্রোস (ওয়েস্ট ইন্ডিজ)১৯৯০৩৪১৬.০৫কর্টলি অ্যামব্রোস (ওয়েস্ট ইন্ডিজ)১৯৯৩৩৩১৬.০৯ আরও পড়ুন আসল পরীক্ষার সামনে দাঁড়িয়ে শামীম ভারতীয় দলে করোনার থাবা, স্থগিত দ্বিতীয় টি-টোয়েন্টি