১৪ দলের শরিকদের মন্ত্রিসভায় না রাখার ব্যাখ্যা চাইবেন মেনন! টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯ | আপডেট: ১:৩৬:অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯ রাশেদ খান মেনন। ফাইল ছবি১৪ দলের কোন নেতাকে মন্ত্রিসভায় স্থান দেয়া হয়নি। শতভাগ আওয়ামী লীগের মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে শরিকরা ক্ষুব্ধ হলেও কেউ প্রকাশ্যে কিছু বলতে চাননি। তবে রাশেদ খান মেনম গতকাল এ বিষয়ে তার মুখ খুলেছেন।১৪ দলের কোনও নেতাকে মন্ত্রিসভায় না নেওয়ার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন সদ্য বিদায়ী সমাজকল্যাণ মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গতকাল সোমবার সচিবালয়ে শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।রাশেদ খান মেনন বলেন, ‘কথা ছিল আন্দোলন, নির্বাচন আর সরকার গঠন একসাথে হবে। কিন্তু শরিকদেরকে সরকারে অর্ন্তভুক্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো। ব্যাখ্যাও হয়তো চাওয়া হতে পারে।’ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাশেদ খান মেনন নতুন মন্ত্রিসভার সদস্যদের স্বাগত জানান এবং তারা ভালো করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। আরও পড়ুন বড় ভাইয়ের দোয়া নিয়ে যুক্তরাষ্ট্রের পথে কাদের মির্জা জয়ের জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ