২০ দলীয় জোটের বৈঠক শনিবার টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮ | আপডেট: ১০:৩৩:অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮ ফাইল ছবিআগামী শনিবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৭ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। কল্যাণ পার্টির মহাসচিব এ এম এম আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।বৈঠকে আগামী নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা, জাতীয় ঐক্য ও আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। আরও পড়ুন বড় ভাইয়ের দোয়া নিয়ে যুক্তরাষ্ট্রের পথে কাদের মির্জা জয়ের জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ