৩ মন ভেজাল মিষ্টি ধ্বংস করল র্যাব টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮ | আপডেট: ১:০৭:পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮ ছবিঃ সংগৃহিতটিবিটি দেশজুড়েঃ সোমবার র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল মাদারীপুর শহরের শাহ মাদার সুইটস নামক একটি মিষ্টি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩ মন ভেজাল মিষ্টি জব্দ ও এর কারখানার মালিককে আটক করেছে। পরে প্রেস ব্রিফিংয়ে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, শহরের পুরান বাজার কাসারপট্টি এলাকায় শাহ মাদার সুইটস নামক মিষ্টি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে প্রায় ৩ মণ পঁচা, বাসি ও ভেজাল মিষ্টি এবং মিষ্টি তৈরির কাজে ব্যবহত বিপুল পরিমাণ ভেজাল ও স্ব্যাস্থের জন্য ক্ষতিকর রঙ, ডালডা এবং ময়দা জব্দ করা হয়।তিনি আরও বলেন, এ সময় কারখানার মালিক উত্তম কুমার ঘোষ (৫১) কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান। আরও পড়ুন শ্রীপুরে ছিনতাইকারীর ছুরির আঘাতে বিকাশ দোকানীর মৃত্যু নাগরপুরে পুত্রবধূ ধর্ষণ চেষ্টা মামলায় শ্বশুর গ্রেফতার