Finally I got it !!! টিবিটি টিবিটি বিনোদন ডেস্ক প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯ | আপডেট: ১১:০৮:অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯ Finally I got it !!! আপনারা জানেন, জাজের অগ্নি-৩ করার পরিকল্পনা অনেক দিনের। এর আগে, বাংলাদেশে একবার, কলকাতায় একবার ও মুম্বাই এ একবার, মোট তিনবার সম্পূর্ণ স্ক্রিপ্ট করেছি।কিন্তু কোনটাই মন মতো হচ্ছিল না। অগ্নি-৩ অবশ্যই গল্পে, গানে, অ্যাকশনে, মেকিং এ অগ্নি ও অগ্নি-২ থেকে উপরে থাকতে হবে।এবার অগ্নি-৩ এর জন্য খুব সুন্দর গল্প পেয়েছি। যার মূল ভাবনা আমার। সংলাপ ও চিত্রনাট্য লিখছে তিনজন লেখক। শিগগিরই বিস্তারিত জানানো হবে।(জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজের ফেসবুক থেকে সংগৃহীত) আরও পড়ুন সৃজিতই আমাকে প্রথম মেসেজ পাঠান: বাঁধন ববির ‘বিজলি-টু’ আসছে